নভেম্বর ১৫, ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী ভারত এবারো অপরাজিত থেকে ফাইনালে খেলছে।

দক্ষিণ আফ্রিকার বোনোনিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া দুই দলই সেমিতে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলছে।

যুব বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন বা রানার্সআপ দলের জন্য কোনো অর্থ পুরস্কার হিসেবে রাখেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ ব্যাপারে আইসিসির বক্তব্য- যুব স্তরে গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়ার জন্যই এ ইভেন্ট আয়োজন করে আইসিসি। তাই যুব পর্যায়ে কোনো ক্রিকেট ইভেন্টে পুরস্কার মূল্য থাকে না।

আইসিসি প্রাইজমানি না দিলেও অংশগ্রহণকারী দেশের ক্রিকেট বোর্ডের পক্ষে অংশগ্রহণের জন্য অর্থ বরাদ্দ থাকে। ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ নারী দল চ্যাম্পিয়ন হওয়ায় বিসিসিআইয়ের বরাদ্ধ ছিল ৫ কোটি টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...