জানুয়ারি ৪, ২০২৫

রাজধানীর মোহাম্মাদপুরে অস্ত্রের মুখে নেসলে কোম্পানির গাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময়, কোম্পানির কর্মী থেকে ৭০ হাজার টাকার চেকও ছিনিয়ে নেয়া হয়।

অাজ রোববার সকাল ১০ টার দিকে মোহাম্মাদী হাউজিং লিমিটেড এলাকায় কোম্পনীটির পিকআপ ভ্যান ভাঙচুর করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গাড়ি নিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে রওয়া দেন নেসলের কর্মীরা। গাড়িটি ৩ নম্বর সড়কে পোঁছালে দুইটি মোটরসাইকেল করে ৬ জন লোক এসে আটকে দেয়। দেশীয় অস্ত্র দিয়ে গাড়ি গ্লাস ভাঙচুর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নেসলে কোম্পানির ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ৭০ হাজার টাকা চেক নিয়ে যায়। এ ঘটনা তদন্ত করছে পুলিশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...