ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আগামী ২৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এটি পরিচালনা করেছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী এসডি রুবেল। এতে ববির বিপরীতে অভিনয়ও করছেন এই গায়ক।
করোনা মহামারি শুরু হওয়ার অনেক আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়। ২০২০ সালে এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে। দীর্ঘ অপেক্ষার পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি।
এসডি রুবেল বলেন, “তিন বছর আগে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার সেন্সর মিললেও করোনা প্রকোপ থাকায় একাধিকবার সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। ভেবেছিলাম গত ১২ মে মুক্তি দেব। ওই তারিখে ছিল ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ ছিল। অনেক টাকা লগ্নি করেছি। ১ কোটি টাকার একটি প্রজেক্ট ৪০০ কোটি টাকার প্রজেক্টের সঙ্গে ভাসিয়ে দিতে পারি না। যারি কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়।’’
সিনেমাটি নিয়ে আশা ব্যক্ত করে এসডি রুবেল বলেন— ‘‘এটি আমার পরিচালিত প্রথম সিনেমা। তাই এর প্রতি অন্যরকম ভালোবাসা রয়েছে। সব ঠিক থাকলে ২৯ সেপ্টেম্বর ‘বৃদ্ধাশ্রম’ মুক্তি পাবে। আশা করছি, গল্প নির্ভর এ সিনেমা মুক্তির পর দর্শকের ভালোবাসা পাব। সিনেমাটি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি মেসেজ। পাশাপাশি এতে প্রেম ও সামাজিক বন্ধনও দেখানো হয়েছে। আশা করছি, দর্শক সিনেমাটি পছন্দ করবেন।’’
রুবেল-ববি ছাড়াও ‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় আরো অভিনয় করছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। সিনেমাটিতে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন এসডি রুবেল।