সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হয়নি। এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের পুর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর সিদ্ধান্ত জানাবেন আপিল বিভাগ। এর ফলে মুক্তিযোদ্ধার কোটা আপাতত বহালই থাকলো।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আপিল শুনানি হওয়ার কথা ছিলো। গত ৯ জুন মুক্তিযোদ্ধা সন্তানদের কোটাসহ সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে চেম্বার আদালত ৪ জুলাই আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করেন।
২০১৮ সালে ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা কোটাসহ সরকারি চাকরিতে নারী, উপজাতি কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২০২২ সালে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। এর আগে মুক্তিযোদ্ধা কোটাসহ চাকরিতে সব কোটার সংস্কার চেয়ে আন্দোলন করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
বিস্তারিত আসছে…