গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ইসরায়েলের মধ্যে একটি মরুভূমিতে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি। বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দিয়েছেন।
প্রেসিডেন্ট সিসি বলেছেন, ‘আমি ইসরায়েলকে পরামর্শ দেব, তারা যেন হামাস ও অন্যান্য ইসলামপন্থী মিলিশিয়াদের সাথে তাদের কার্যক্রম শেষ না করা পর্যন্ত ইসরায়েলের নাকাব মরুভূমিতে বেসামরিক ফিলিস্তিনিদের স্থানান্তর করে।
মিশরীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, বর্তমানে তার দেশে ৮৫ লাখ শরণার্থী রয়েছে এবং মিশরে ফিলিস্তিনিদের একটি উল্লেখযোগ্য অনুপ্রবেশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই মিশর বর্তমান সংখ্যকের চেয়ে বেশি শরণার্থী স্থান দিতে পারবে না।
এর আগে মঙ্গলবার জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বলেছিলেন, ইসরায়েলের হুমকির মুখে প্রাণভয়ে গাজা ছেড়ে পালানো ফিলিস্তিনিদের জর্ডান কিংবা মিশর কেউ আশ্রয় দেবে না।