ডিসেম্বর ২৩, ২০২৪

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে একটি জেইড পাথরের খনিতে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন খনি শ্রমিক নিখোঁজ হয়েছে। ভূমিধসের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এরপর ৮ জনকে আহত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

গত রোববার (১৩ আগস্ট) ভূমিধসের ঘটনাটি ঘটে রাজ্যের প্রত্যন্ত পাকান্ট এলাকায়।

উদ্ধারকারীদের বরাত দিয়ে স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, খনির বিশাল গর্তের পাশের ১৫০ মিটার উচু আবর্জনার স্তূপ ধসে পড়ে। ঘটনার দুদিন পর সেই স্তূপের নিচে এখন কারও বেচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
 
বিশ্বের জেইড পাথর শিল্পের ৯০ শতাংশই মিয়ানমারের। মিয়ানমারজুড়ে অভিবাসী ও দেশি শ্রমিকদের এই রত্ন খনন কাজের জন্য নিয়োগ দেয়া হয়। খনি থেকে তোলা জেইড পাথর চীনে বিক্রি করা হয়।
 
কিন্তু খনিগুলোর রক্ষণাবেক্ষণ ঠিক মতো না হওয়ায় প্রায়ই ভূমিধ্বসের ঘটনা ঘটে। ২০২১ সালে পাকান্টে ব্যাপক ভূমিধসের কারণে ৭০ জনের মৃত্যুর হয়। এর আগে ২০২০ সালে ১৭০ খনি শ্রমিক নিহত হয়। 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...