জানুয়ারি ২২, ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনি প্রখ্যাত লেখিকা ফাতিমা ভুট্টো মা হয়েছে। শনিবার তিনি এক ছেলে সন্তানের মা হয়েছেন। খবর: এক্সপ্রেস ট্রিবিউনের।

ছেলের নাম রেখেছেন মীর মুরতজা বাইরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সন্তানের বার্তা দিয়ে ফাতিমা লিখেছেন, গ্রাহাম এবং ছেলের জন্মের খবর দিতে পেরে আমি খুশি।

সমাজমাধ্যমে দেওয়া পোস্টে ফাতিমা ছেলের নামকরণেরও ব্যাখ্যা দিয়েছেন। ভক্ত-শুভাকাঙক্ষীদেরকে নবজাতকের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

ফাতিমার ভাই জুলফিকার আলি ভুট্টো জুনিয়রও ইনস্টাগ্রামের ভাগিনার জন্মের সুখবর দেন। ‘আমার ভাগিনা পৃথিবীর আলো দেখেছে, এটি আমাদের জন্য আনন্দের খবর। তার নাম মীর মুরতাজা বাইরা।

ফাতিমা ভুট্টো ২০২৩ সালের ২৭ এপ্রিল গ্রাহামকে বিয়ে করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...