ডিসেম্বর ২২, ২০২৪

পুরোপুরি ফিট না হয়ে বিপিএলে খেলায় মাশরাফি বিন মর্তুজার সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে আনফিট মাশরাফির অন্তর্ভুক্তিতে বিপিএলের মান কমছে।

আশরাফুলের এমন সমালোচনা মাশরাফি পরোক্ষভাবে সমর্থন করেছেন। তবে সিলেট স্টাইকার্সের কোচ সৈয়দ রাসেল তার দলের অধিনায়ক মাশরাফির সমালোচনা করায় আশরাফুলের কঠোর সমালোচনা করে বলেছেন, আশরাফুলের কারণেই রেকর্ড ম্যাচে হেরেছে বাংলাদেশ।

বিপিএলে মাশরাফির খেলা নিয়ে বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমকে সিলেট স্টাইকার্সের তরুণ পেসার তানজিম সাকিব বলেছেন, ‘গতবছর মাশরাফি ভাই আমাদের পুরোটা বিপিএল লিড করেছেন এবং আমরা ফাইনাল পর্যন্ত খেলেছিলাম। সুতরাং একজন লিডার হিসেবে তিনি সেরা। তিনি যে খেলছেন এটা টিম ম্যানেজমেন্টের বিষয় আসলে।’

মাশরাফিকে নিজের আদর্শ মানেন তানজিম সাকিব। তিনি বলেন, ‘মাশরাফি ভাই যোদ্ধা এবং তিনি নেতা। আমি ছোটবেলা থেকে তার খেলা দেখে বড় হয়েছি। মাশরাফি ভাই-সাকিব ভাই, তাদের খেলা দেখে দেখে বড় হয়েছি। আপনি জানেন, তার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে এরপরও দেশের জন্য খেলে গেছেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...