নভেম্বর ২৪, ২০২৪

মালদ্বীপের রাজধানী মালেতে আবাসিক ভবনে আগুনে এক বাংলাদেশিসহ ১১ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। মালদ্বীপভিত্তিক সংবাদমাধ্যম আভাস ও ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালের নিরুফেহিগে এলাকায় গাড়ি মেরামতের একটি গ্যারেজে বুধবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অভাসের প্রতিবেদনে জানানো হয়, আগুন লাগা ভবনে শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের অনেক অভিবাসী শ্রমিক ছিলেন।

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস কমান্ডার ইব্রাহিম রশিদ জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের কারও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, দগ্ধরা নারী নাকি পুরুষ, তা শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। ওই ভবন থেকেই ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্য হিন্দু জানিয়েছে, দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া এক বাংলাদেশির মৃ্ত্যু হয়েছে হাসপাতালে।

মালদ্বীপের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, আগুনে প্রাণ হারানো অভিবাসীদের মধ্যে ৯ ভারতীয় ও এক বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

আগুন লাগার কারণ স্পষ্ট নয় উল্লেখ করে ইব্রাহিম রশিদ জানান, গ্যারেজে বিভিন্ন ধরনের গ্যাস ছিল, যা আগুন নেভানো আরও চ্যালেঞ্জিং করে তুলেছিল।

আগুন লাগার সময় ভবনে কতজন ছিল, তা স্পষ্ট নয়। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

খবর: আভাস ও দ্য হিন্দু

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...