জানুয়ারি ২২, ২০২৫

মালদ্বীপের রাজধানী মালের মাছ বাজার এলাকায় নোঙর করা নৌকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মালদ্বীপ পুলিশ ও ইমিগ্রেশনের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকের পর তাদের অভিবাসন হেফাজতে নেওয়া হয়েছে।

দেশটির অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামান ওয়াহিদ অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

জানা যায়, অভিবাসী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা নিয়ে স্থানীয় জনসাধারণের উদ্বেগের কারণে গত সোমবার সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়েছিল। এ সময় বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ‘অপারেশন কুরাঙ্গি’ নামের এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত মালদ্বীপ থেকে পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। যার বেশিরভাগই বাংলাদেশি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...