জানুয়ারি ৮, ২০২৫

পুঁজিবাজারে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি ত্বরান্বিত করা এবং পুঁজিবাজার উন্নয়নে মানসম্পন্ন আইপিও আনতে “মার্চেন্ট ব্যাংকারদের সাথে তালিকাভুক্তি সংক্রান্ত সমন্বয় সভার” আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিমিটেড ৷ আগামীকাল সোমবার (২১ আগষ্ট) বিকেল ৩ টায় ডিএসই ট্রেনিং একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমান ৷

এ ছাড়াও উপস্থিত থাকবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...