আগস্ট ৮, ২০২৫

মারামারি করায় পাকিস্তানের একটি ক্রিকেট দলের তিনজন নারী ক্রিকেটারকে সাময়িক বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানায়, রাওয়ালপিন্ডিতে চলমান ন্যাশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে অপ্রীতিকর ঘটনায় জড়ান সাদাফ শামস, ইউসরা ও আয়েশা বিলাল।

টিম হোটেলে তর্কাতর্কির একপর্যায়ে আয়েশাকে প্রহার করেন সাদাফ ও ইউসরা। এতে আয়েশার নাক ফেটে রক্ত ঝরে।

এ ঘটনার দুই দিন পর আয়েশা পিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে তাকেসহ ঘটনায় জড়িত তিনজনকে সাময়িক নিষিদ্ধ করা হয়।

ঘটনার তদন্তে রাওয়ালপিন্ডিতে গেছেন পিসিবির নারী ক্রিকেটের চেয়ারপারসন তানিয়া মালিক।

ছয় দল নিয়ে আয়োজিত ন্যাশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাদাফ, ইউসরা ও আয়েশা লাহোরের হয়ে খেলছেন। ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...