ডিসেম্বর ২৩, ২০২৪

দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামান ধানমন্ডি থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) হত্যার হুমকির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই চিকিৎসক।

পড়ুন: ক্ষোভ ও আক্রোশ থেকে চিকিৎসককে হত্যার হুমকি : র‍্যাব

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান বলেন, ওই চিকিৎসক ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। মামলার অভিযুক্ত দুই আসামিকে র‍্যাব ও সিটিটিসি থানায় হস্তান্তর করেছে। আমরা দুই আসামিকে আদালতে পাঠিয়েছি।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, প্রাণনাশের হুমকি পাওয়ার পর আমি ধানমন্ডি থানায় একটি জিডি করি। জিডি করার পর এই বিষয়ে আমি ডিএমপির সিটিটিসি ও র‍্যাবের সঙ্গে আলোচনা করি। পরে সিটিটিসি ও র‍্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে। পরে র‍্যাব ও সিটিটিসি ২জনকে আটক করার বিষয়টি আমাকে জানালে আমি থানায় এসে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করি।

পড়ুন: সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা ঝিনাইদহে গ্রেপ্তার

উল্লেখ, হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন চিকিৎসক এস এম মোস্তফা জামান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...