ডিসেম্বর ২৩, ২০২৪

যশোরের চৌগাছা সীমান্তের কাছে মাঠের মধ্যে পথে থাকা ব্যাগ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী গ্রাম মাসিলা বিওপি এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, চৌগাছা উপজেলার মাসিলা বিওপি সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাসিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সীমান্ত পিলার ৩৯ এর কাছের একটি মাঠের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগের ভেতরে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৭০০ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য ৭০ লাখ টাকা।

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির টহল অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। যার ফলশ্রুতিতে সীমান্তরক্ষীরা সীমান্তে গোয়েন্দা তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তড়িৎ গতিতে অভিযান পরিচালনা করে স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...