জানুয়ারি ৮, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সেই সঙ্গে গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) ছিল ০.০৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।

কোম্পানিটি আরও জানায়, মাইডাস ফাইন্যান্স শরীয়াহ ভিত্তিক শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সংঘ্স্বারকে সংশোধনী এনে এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে শরীয়াভিত্তিক শাখা খুলতে পারবে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৬৬ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৭ টাকা ৭৮

পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...