আগস্ট ১২, ২০২৫

ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে মহিষ কাটা পড়েছে। ফলে আটকা পড়েছে ট্রেনটি। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৭টার দিকে কক্সবাজারের রামু রশিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান। তিনি বলেন, একটি মহিষ ট্রেন লাইন পার হতে গিয়ে কাটা পড়ে। এখনো ট্রেনটি আটকে পড়ে আছে। মহিষটি সরানো হলে ট্রেনটি রওনা করবে।

ট্রেনে থাকা সাইফুল ইসলাম নামক এক যাত্রী বলেন, রামুর কাছাকাছি এসে বিকট শব্দ হয়। পরে জানতে পারি একটি মহিষ কাটা পড়েছে। এখনো সেটির উদ্ধার কাজ চলমান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...