জানুয়ারি ২২, ২০২৫

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলের হামলার দিন সাহসিকতার জন্য মুসলিম পদক পেয়েছে ১৫ বছর বয়সি এক বালক ইসলাম খলিলভ।

মঙ্গলবার রুশ ফেডারেশনের মুসলমানদের ধর্মীয় প্রশাসন এবং রাশিয়ার মুফতিদের কাউন্সিল তাকে এ পদক প্রদান করে। খবর ইয়েনি সাফাক।

এদিন মস্কো ক্যাথেড্রাল মসজিদে জুমার নামাজের আগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন ধর্মীয় সমিতির চেয়ারম্যান রাভিল গায়নুদ্দিন।

অনুষ্ঠানে রাভিল গায়নুদ্দিন বলেন, ‘আমি জানি সেদিন যা ঘটেছে এবং আপনি যা করেছেন তা সারাজীবন আপনার হৃদয়ে ক্ষত হয়ে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সমগ্র সমাজ এবং সমস্ত মানুষের মনে স্মৃতি হয়ে থাকবে। ‘

ইসলাম খলিলভ গত সপ্তাহে মস্কো অঞ্চলের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার সময় কয়েক ডজন মানুষকে রক্ষা করেছিলেন। এদিন খলিলভ কনসার্ট হলের দরজা খুলে এখানে উপস্থিত মানুষদের বাইরে যাওয়ার দিকনির্দেশ প্রদান করেছিলেন।

গায়নুদ্দিন বলেছেন, তিনি খলিলভের সহকর্মী রুশ অর্থোডক্স আর্টিওম ডনসকভকেও সাহসিকতার জন্য একটি পদক উপহার দেবেন।

হামলার দিন খলিলভ এবং ডনসকভ উভয়ই কনসার্ট হলের ওয়ারড্রোব বিভাগে কাজ করছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...