ডিসেম্বর ১৪, ২০২৪

ময়মনসিংহে নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় একটি কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।

হেকেম বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া ম্যানেজার মামুন অর রশিদ বলেন, গোডাউনটিতে কীটনাশক তৈরির মেটেরিয়াল থাকতো। সেটি সব সময় তালাবদ্ধ ছিল। শুধু একজন দারোয়ান ছিল।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টা কাজ করে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...