ডিসেম্বর ২৩, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচন বর্জন করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এমনকি ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) দলটি হরতাল পালন করছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। ওই কার্যালয়ের সামনে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেলেও সেখানে বা আশপাশে বিএনপির কোনো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি।

রোববার বিকেল সাড়ে ৪টার পরে সরেজমিনে নয়া পল্টনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত বিএনপির দলীয় কার্যালয়ে তালা ঝুলছে। মূল ফটকের সঙ্গে থাকা চেয়ারসহ সরঞ্জামে ধুলার আস্তরণ জমেছে। কার্যালয়ের সামনে পুলিশ সদস্য ছাড়াও তাদের একটি গাড়ি দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর থেকে আজ ৭ জানুয়ারি পর্যন্ত ৭১ দিন ধরে তালাবদ্ধ আছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...