ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশে দায়িত্ব পালনকারী তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক নিখোঁজ রয়েছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির বর্তমান বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প নিয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত তুরান জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতোলিয়ায় এলাকায় ভূমিকম্পে নিখোঁজ রয়েছেন ডেভরিম ওজতুর্ক। তিনি সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করতেন। ভূমিকম্পের পর তার এখনও কোনো খোঁজ মেলেনি।
উল্লেখ্য, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।