জানুয়ারি ২২, ২০২৫

বলিউডের চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। দম্পতির পারস্পরিক সমীকরণ যে অন্য অনেকের থেকেই আলাদা, তার একাধিক প্রমাণ রয়েছে। সাইফ নিজে সামাজিক মাধ্যম ব্যবহার করেন না। কিন্তু তার দৈনন্দিন জীবনের টুকরো ছবির সন্ধান মেলে কারিনার সামাজিক মাধ্যমের পাতায়।

বুধবার ভালোবাসা দিবস তাদের যে অন্যভাবে কাটছে, তার ইঙ্গিত দিলেন কারিনা। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত কথোপকথন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

কারিনা জানিয়েছেন, স্বামীকে প্রেম দিবসের শুভেচ্ছা জানাতে তিনি বলেন, ‘সাইফু ভ্যালেনটাইন্স ডে’র শুভেচ্ছা।’

উল্লেখ্য স্বামীকে আদর করে কারিনা ‘সাইফু’ নামে ডাকেন। এর পরেই ঘটে বিপত্তি। স্ত্রীর শুভেচ্ছার উত্তরে সাইফ শুধু ‘আচ্ছা’ বলে ছেড়ে দিয়েছেন। আর একটাও বাড়তি শব্দ খরচ করেননি। হাসির ইমোজি দিয়ে এ মজার ঘটনাটি অনুরাগীদের জানিয়েছেন কারিনা।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...