ডিসেম্বর ২৫, ২০২৪

ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। এছাড়া কূটনীতিকদের সঙ্গে সম্পর্কিত সবাইকে ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির এ তথ্য জানিয়েছে বিবিসি।

মেলানিয়ে জোলি বলেন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আমাদের ৪১ জন কূটনীতিককে ভারত থেকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে  । এছাড়া কূটনীতিকদের সঙ্গে সম্পর্কিত সবাইকে ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা চলে এলেও বাকি ২১ জন ভারতে কানাডা হাইকমিশনে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।

তিনি বলেন, কোনো দেশের কূটনীতিকদের ওপর থেকে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি সরিয়ে নেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে কানাডা ভারতের ওপর কোনো পাল্টা পদক্ষেপ নেবে না।

খালিস্তানি নেতা হারদীপ সিং হত্যাকাণ্ডে ভারতীয় সরকার জড়িত বলে গত মাসে পার্লামেন্টে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ভারত ট্রুডোর এমন দাবি উড়িয়ে দেয়। তবে এরপর থেকে দেশ দুইটির মধ্যে সম্পর্কে তলানিতে ঠেকেছে। ভারত সরকার শুধু কানাডার শীর্ষ কূটনীতিককে প্রত্যাহার করেনি, কানাডীয়দের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে দেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...