জানুয়ারি ২২, ২০২৫

রাজকোটে সদ্য শেষ হওয়া টেস্টে রেকর্ড ৪৩৪ রানের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ৫৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১২২ রানেই অলআউট হয় ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে ৪৩৪ রানে হেরে যায় বেনে স্টোকসের দল। এমন শোচনীয় পরাজয়ের জন্য ভারতের মাঠের প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ইংরেজ অধিনায়ক।

রাজকোট টেস্টের পরে এক সাক্ষাৎকারে বেন স্টোকস বলেন, ‘ক্রলির রিভিউ আমাকে অবাক করেছে। রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছিল, বল স্টাম্পের উপর দিয়ে গিয়েছে। তারপরও কিভাবে আম্পায়ার্স কল থাকল। বল স্টাম্পে লাগলে তবেই আম্পায়ার্স কল হতো। সেটা হয়নি। তাহলে হয় ছবিতে কোনো ভুল ছিল, না হলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। এ রকম ভুল প্রযুক্তি আমাদের বিরুদ্ধে গিয়েছে। এটা ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘এমন না যে এটা প্রথমবার হলো। প্রথম ইনিংসে ওলি পোপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আরও একবার আমাদের বিরুদ্ধে রিভিউ গিয়েছে। তিনটি ক্ষেত্রেই আম্পায়ার্স কল হয়েছে। আমার মনে হয়, আম্পায়ার্স কল তুলে দেওয়া উচিত। বল স্টাম্পে লাগলে আউট, না লাগলে নট আউট। তার বাইরে কিছু হতে পারে না। আমি প্রযুক্তি খুব ভালো জানি না। তবে দেখে মনে হচ্ছে, কোথাও ভুল হচ্ছে।’

স্টোকস আরও বলেন, ‘ক্রলির সিদ্ধান্ত আমাদের পক্ষে গেলে যে আমরা জিতে জেতাম সেটা বলছি না। কারণ ৫০০ রান কম নয়; কিন্তু তারপরও লড়াই হতো। কাউকে অন্যায়ভাবে আউট দেওয়া ঠিক নয়। আম্পায়ারদের এ বিষয়ে ভাবা উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তি খেলার একটা অঙ্গ; কিন্তু এখন প্রযুক্তির উপরেই সব নির্ভর করছে। প্রযুক্তি কখনই ১০০ শতাংশ ঠিক হতে পারে না। তাই আমার মনে হয় আম্পায়ারদের ক্ষমতা আরও একটু বাড়ানো উচিত। নইলে এ ধরনের ভুল বারবার হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...