জানুয়ারি ২৩, ২০২৫

ভারতের উত্তরাখন্ড রাজ্যের অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমার বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই শ্রমিক। আহত হয়েছে আরও অনেকে। বুধবার বিবিসি অনলাইন ও ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যারা মারা গেছে তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা এবং পাঁচ জন নিরাপত্তা প্রহরী রয়েছে। রাজ্যের চামোলি জেলায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে চামোলির পিপলকোটি গ্রামের কাছে নদীর উপর বিস্তৃত একটি সেতুতে বিদ্যুতায়িত হয়।

চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল বলেছেন, ‘পুলিশ যখন পরীক্ষা করতে গিয়েছিল তখন তারা দেখতে পায় ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বলেছেন, ‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। আহতদের হেলিকপ্টারে করে ঋষিকেশ এমসে স্থানান্তরিত করা হচ্ছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...