সেপ্টেম্বর ২০, ২০২৪

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া পৃথক আরও একটি হামলায় এখন পর্যন্ত মোট ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মণিপুরের জিরিবাম জেলা পুলিশ। হামলা-সংঘাতে মণিপুর যখন উত্তপ্ত, তখনই ভারতে চীনা অনুপ্রবেশের কথা এখন আলোচনায়।

ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে চীনের সেনারা ঢুকে পড়েছেন বলে দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

স্থানীয়দের বরাতে আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে বলেছে, অরুণাচলের অঞ্জো জেলায় চীনের সৈন্যদের ক্যাম্প দেখা গেছে। স্থানীয়েরা বলছেন, অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনের ক্যাম্পের খোঁজ মিলেছে।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে খুঁটি গেড়েছে চীনের সেনারা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চিনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত।

অঞ্জোতে চিনা অনুপ্রবেশ নিয়ে রাজ্যের কোনও মন্ত্রী এখনো কোনও মন্তব্য করেননি।

এরআগে, ২০১৯ সালে চীন-অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল দেশটির বাহিনী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *