অক্টোবর ১২, ২০২৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ভারতে। এরইমধ্যে দেশটির জন্য আরেক উদ্বেগজনক বিষয় সামনে এসেছে। দু’বছর পরে গত অক্টোবরে কমেছে ভারতের রপ্তানি, তবে আমদানির পরিমাণ বেড়েছে।

এর ফলে বিপুল বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে ভারত। এর আগে ২০২০ সালের নভেম্বরে শেষ বার রপ্তানি বাণিজ্য সঙ্কুচিত হয়েছিল ৮.৭৪%।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে ভারতের রপ্তানি ১৬.৬৫% কমে হয়েছে ২ হাজার ৯৭৮ কোটি ডলার। বিশ্ব বাজারে চাহিদা শ্লথ হওয়াই যার প্রধান কারণ। অথচ মূলত অশোধিত তেল এবং তুলো, সার ও যন্ত্রাংশের কারণে আমদানি ৬% বেড়ে হয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি। যা বাণিজ্য ঘাটতিকে ঠেলে তুলেছে ২ হাজার ৬৯১ কোটি ডলারে।

বাণিজ্যসচিব সুনীল বার্থওয়ালের দাবি, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) পূর্বাভাস দিয়েছিল, এ বছর (২০২২) আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির হার দাঁড়াবে ৩.৫%। পরের বছর হবে মাত্র ১%। কিন্তু আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে ভারতের ভাগ মাত্র ১.৮%, পরিষেবায় ৪%। ফলে অংশীদারি বাড়ানোর বিরাট সুযোগ রয়েছে দেশের সামনে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *