ডিসেম্বর ২৫, ২০২৪

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৫ কোটি ৭১ লাখ  হাজার টাকা।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৪২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইসলামী ব্যাংক ৪১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ১৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা ২ কোটি ৮৮ লাখ, বিএসআরএম স্টিল ৪ কোটি ৯৮ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ২ কোটি ৪১ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৫১ লাখ, এমারেল্ড অয়েল ১০ কোটি ৮ লাখ, জেমিনী সী ১ কোটি ৫৬ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ১ কোটি ৩৪ লাখ, রেনেটা ১ কোটি ২৫ লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্স ৩ কোটি ৩০ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ৭৩ লাখ, সোনালী পেপার ১ কোটি ৫৯ লাখ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...