ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৬৩টি কোম্পানির সর্বমোট ৯৫ লাখ ৯১ হাজার ২২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৮৬ লাখ টাকা।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ব্লক মাকের্টে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটির এদিন ৮ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মার ৩ কোটি ৬২ লাখ ৯৫ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩ কোটি ১৪ লাখ ৯২ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২ কোটি ৭৩ লাখ, ফাইন ফুডসের ২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪২ লাখ ৪ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ২৮ লাখ ৩ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...