জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৯১টি কোম্পানির মোট ৬৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে , আজ ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের। কোম্পানিটির ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের ৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

মঙ্গলবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডের ৪ কোটি ৮৩ লাখ ৬১ হাজার, একমি ল্যাবরটরিজের ৪ কোটি ৭৮ লাখ ২১ হাজার, ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার, খান ব্রাদার্সের ২ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার, প্রাইম ব্যাংকের ২ কোটি ২ লাখ ৯২ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৭১ লাখ ১৯ হাজার এবং বীচ হ্যাচারি লিমিটেডের ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...