ডিসেম্বর ২৫, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএসসি ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্র্যাক ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অনুমোদনের প্রেক্ষিতে বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি। আগামী ১৯ মে এই রেকর্ড তারিখ।

গত ২ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে। এই লভ্যাংশের মধ্যে ছিল ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

বিধি অনুসারে, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তা বিতরণের আগে বিএসইসির অনুমোদন নিতে হয়। ওই আবেদনে বোনাস ঘোষণা যৌক্তিকতা তুলে ধরতে হয়। নিয়ম অনুযায়ী, ব্র্যাক ব্যাংক আবেদন করলে বিএসইসি তাতে অনুমোদন দেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...