ডিসেম্বর ২৩, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি যাত্রীবাহী নৌকা তিতাস নদী দিয়ে সীতারামুর গ্রাম অতিক্রমকালে নদীর মাঝখানে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাতঁরে তীরে উঠতে পারলেও দুইজন পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...