ডিসেম্বর ১০, ২০২৪

‘ব্যাংকে টাকা নেই’-এমন গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করতে এই গুজব ছড়াচ্ছে।

তিনি বলেন, ব্যাংকে গিয়ে টাকা পায়নি এমন কেউ কি আছে। এটা নিছক গুজব, এই গুজবে কান না দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা গুজব ছড়ানো হচ্ছে, ব্যাংকে টাকা নেই। যারা টাকা তুলতে গেছে সবাই তো টাকা তুলতে পেরেছে। কেউ কি ফেরত এসেছে। ব্যাংকে টাকা রাখবেন না, কোথায় রাখবেন। ঘরে এনে রাখলে সেই টাকা তো চোরেও নিয়ে যেতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষের সর্বনাশ করা এটাই বিএনপি-জামায়াত-শিবিরের কাজ। নাকি চোরের সাথে তাদের কোনো সখ্য আছে। ওরা আসলে নিজেরাই মানুষের টাকা মেরে খায়। সেই কাজই করে যাচ্ছে।’

এ সময় সরকারপ্রধান আক্ষেপ করে বলেন, আমরা দেশকে ডিজিটাল করলাম, আর ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...