জানুয়ারি ২৪, ২০২৫

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের সভা হাইব্রিড পদ্ধতিতে করার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।

এতে বলা হয়, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের সভা আয়োজন করতে হবে। সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্লাটফর্মে আয়োজন করা যায় এমন সভাগুলো অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে এই পদ্ধতিতে আয়োজন করার জন্য পরামর্শ প্রদান করা হলো।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...