ডিসেম্বর ২২, ২০২৪

কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে (সিএমএসএমই) নানা ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনো প্রান্তিক পর্যায়ের অনেক উদ্যোক্তা এসব সুবিধা সম্পর্কে জানে না। তাই সচেতনতা বাড়াতে দেশের সব ব্যাংকগুলোকে পোস্টার লাগানোর নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই খাতের জন্য নীতিসহায়তা, খাত ভিত্তিক প্রাক-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন তহবিল, ক্রেডিট গ্যারান্টি এবং প্রণোদনাসহ নানা সুবিধা দিয়ে আসছে। প্রান্তিক উদ্যোক্তারা আর্থিক খাত সংশ্লিষ্ট এসব সুবিধা সম্পর্কে জানতে পারলে সিএমএসএমই খাতে অর্থায়ন প্রবাহ বাড়বে। পাশাপাশি আগ্রহী উদ্যোক্তারা বিভিন্ন সুবিধা বিবেচনা করে ব্যবসার উদ্যোগ গ্রহণ করতে পারবে।

আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ ও সুবিধা সম্পর্কে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বাড়াতে একটি রঙ্গিন পোষ্টার তৈরি করেছে। পোষ্টারটি ২৪ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি (২৪”ঢ১৮”) পরিমাপে প্রিন্ট করে ব্যাংকগুলোতে লাগাতে হবে। এছাড়া অন্য কোনো উপায়ে প্রতিটি ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে সহজে মানুষে দৃষ্টি পড়ে এমন স্থানে পোষ্টার লাগাতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে পোষ্টার লাগিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে জানাতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...