ডিসেম্বর ২৩, ২০২৪

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে জ্বালানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বেশকিছু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নাইজেরিয়ার সীমান্তবর্তী বেনিনের সেমে-পদজি শহরের একটি ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

ওই ডিপোতে পাচার করা পণ্য রাখতেন চোরাকারবারিরা। সেখান থেকে প্রাইভেটকার, মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনগুলো জ্বালানি তেল নিতো। বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সেইদুয়ো এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্বালানির বস্তা আনলোডিংয়ের সময় ওই ডিপোতে আগুনের সূত্রপাত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...