জানুয়ারি ৬, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন নাঈমুর রহমান দুর্জয়। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সেচ্ছায় সরে দাঁড়ালেন। এর আগে পদত্যাগ পত্র জমা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দুর্জয় এতদিন ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে ছিলেন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন সেক্টরে পরিবর্তনের জোয়াড় বয়ে যায়।

সপ্তাহখানেক আগে পদত্যাগ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের আগে বিসিবির পরিচালক পদ থেকে অবসর নেন জালাল ইউনুস।

পরিচালক পদ বাতিল করা হয় সাজ্জাদুল আলম ববির। পাপন সরে যাওয়ার পর পরিচালক পদ থেকে পদত্যাগ করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।

গুঞ্জন আছে আ জ ম নাছির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদেরের মতো পরিচালকরাও পদত্যাগ করতে পারেন। কারণ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তাদের বোর্ডের ফেরার সম্ভাবনা কম।

অবশ্য তারা নিজেরা পদত্যাগ না করলে টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পদ হারাতে হবে।

এদিকে মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপন ও মঞ্জুর আলমদের সঙ্গে নিয়ে আপাতত বোর্ড পরিচালনা করছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...