ডিসেম্বর ২৮, ২০২৪

গতকাল ভারত বনাম নেদারল্যান্ডসের  মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব   শেষ হয়েছে।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ দশ ব্যাটার :

বিরাট কোহলি (ভারত)                      ৫৯৪ রান
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)          ৫৯১
রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড)                 ৫৬৫
রোহিত শর্মা (ভারত)                        ৫০৩
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)               ৪৯৯
রাসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)    ৪৪২
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)                    ৪২৬
শ্রেয়াশ আইয়ার (ভারত)                    ৪২১
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)               ৪১৮
ডাভিড মালান (ইংল্যান্ড)                    ৪০৪

শীর্ষ উইকেট শিকারী দশ বোলার :
এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)                 ২২ উইকেট
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা)               ২১
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)            ১৮
গেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা)       ১৯
মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা)          ১৭
জসপ্রিত বুমরাহ (ভারত)                    ১৭
মোহাম্মদ সামী (ভারত)                     ১৬
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)             ১৬
হারিস রউফ (পাকিস্তান)                     ১৬
বাস ডি লিড (নেদারল্যান্ড)                  ১৬
রবিন্দ্র জাদেজা (ভারত)                      ১৬

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...