সেপ্টেম্বর ১২, ২০২৪

ফ্রান্স সবশেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। যদিও এবারের বিশ্বকাপে দলটিতে ইনজুরির কারণে ছিলেন না তারকা কয়েক ফুটবলার। ছিলেন না সবশেষ ব্যালন ডি’অর জেতা করিম বেনজেমাও। চোটের কারণে শেষ মুহুর্তে ছিটকে পড়েন তিনি।

ইনজুরিতে দলে না থাকার পরেও নিজের দলকে শুভকামনা জানাতে ভুলেননি ফরাসি এই স্ট্রাইকার। বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে চমক জাগানো দল মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। ফরাসি দল মাঠে নামার আগে বেনজেমা জানালেন, প্রিয় সতীর্থদের সঙ্গে আছেন তিনি। ফ্রান্স দলের সঙ্গেই আছেন বেনজেমা!

যেমনটা বলছিলেন বেনজেমা, ‘আর দুটি ম্যাচ বাকি, আমরা লক্ষ্যের খুব কাছে আছি… আমি তোমাদের সঙ্গেই আছি…এগিয়ে যাও।’

দীর্ঘ বিরতি শেষে তারকা এই ফুটবলার দলে ঢুকেছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপ দলে। কিন্তু চোটের কারণে বিশ্বকাপে খেলা হলো না এই তারকা ফুটবলারের। ইনজুরিতে থেকে যদিও ইতোমধ্যে সেরে উঠেছেন। কিন্তু এখনও ফেরা হয়নি জাতীয় দলে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *