জানুয়ারি ২২, ২০২৫

দেশের একমাত্র রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের বিমা পলিসি থেকে বাদ পড়েছে ‘বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমা (লাভসহ)’।

তিন বছর আগে মুজিব বর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমা চালু করা হয়। বয়স্ক মানুষের অবসরজীবন নিরুদ্বেগ, সচ্ছল ও শান্তিময় করার লক্ষ্যে বঙ্গবন্ধু পেনশন বিমা পলিসি (লাভসহ) চালু করা হয় বলে জীবন বীমা করপোরেশন বলেছিল।

কিন্তু ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পলিসিটির নাম বদলে ফেলে জীবন বীমা করপোরেশন। এর নাম রাখা হয় ‘মেয়াদি সুবিধাযুক্ত পেনশন বিমা’। পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মেয়াদ শেষে যাঁরা মাসিক পেনশন পেতে চান, তাঁদের জন্যই এ পলিসি। এই পলিসির বড় সুবিধা হচ্ছে, কেউ চাইলে মেয়াদ শেষে এককালীন শতভাগ বা ৫০ শতাংশ টাকাও তুলে নিতে পারেন।

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান বলেন, পটপরিবর্তনের পর পলিসিটি থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দেওয়া হয়েছে। তবে পলিসিটির আওতায় গ্রাহকদের সুযোগ-সুবিধা আগের মতোই আছে।

এদিকে জীবন বীমা করপোরেশনের মতো সাধারণ বীমা করপোরেশনেও ২০২০ সাল থেকে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ নামে একটি বিমা পলিসি ছিল। এর নাম বদলে করা হচ্ছে ‘সর্বজনীন সুরক্ষা বিমা’। নাম পরিবর্তনের জন্য আইডিআরএর কাছে সম্প্রতি অনুমোদন চেয়েছে সাধারণ বীমা করপোরেশন। পটপরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই করপোরেশন এ আবেদন করেছে বলে জানা গেছে।

পরিবারের কোনো উপার্জনশীল ব্যক্তি দুর্ঘটনায় মারা গেলে অথবা স্থায়ী বা অস্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে পরিবারটি যে বিপর্যয়ের মুখে পড়ে, তা থেকে উদ্ধার করতেই পলিসিটি চালু করা হয়। করপোরেশনের ৮৪টি শাখায় গিয়ে এই পলিসি খোলার সুযোগ ছিল। তবে পটপরিবর্তনের পর জীবন বীমা করপোরেশনের পলিসিটি চালু থাকলেও সাধারণ বীমা করপোরেশনের পলিসিটি বন্ধ আছে। নাম পরিবর্তনের পর এটি চালুর বন্দোবস্ত করবে করপোরেশন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...