জানুয়ারি ১১, ২০২৫

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। রবিবার (২৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একইদিন বর্তমান বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানকে ১১ জুন থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। মাহমুদ খাঁন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ওই দিন থেকে বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী তিন বছর তার দায়িত্ব পালন করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...