ডিসেম্বর ২৩, ২০২৪

রাজধানীর বিমানবন্দর সড়কে বলাকা ভবনের সামনে গাড়ির ধাক্কায় মো. তানভীর সাজ্জাদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীরের ভাই মো. ইলিয়াস জানান, আমার ভাই গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে মিরপুর-১০ নাম্বার থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে বলাকা ভবনের সামনের সড়কে একটি গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, বিমানবন্দর থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...