ডিসেম্বর ২৩, ২০২৪

বেশ আলোড়ন সৃষ্টি করেই পাকিস্তানি তারকা পেসার শাহীন আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য সরাসরি চুক্তিতে ভিক্টোরিয়ান্স নিজেদের ডেরায় এনেছিল আফ্রিদিকে। তবে সেই আফ্রিদিকে পাচ্ছে না দলটি, কারণ হাঁটুর ইনজুরি থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি।

গেল বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার মাঝে হাঁটুতে চোট পান আফ্রিদি। এরপর প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তারকা এই পেসারকে। সবশেষ নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আবারো সেই হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকেই এখনো মাঠের বাইরে আছেন তারকা এই বোলার।

সবশেষ আফ্রিদির ইনজুরি আপডেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে জানিয়েছে সোমবার থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন সময়ের অন্যতম সেরা এই পেস বোলার।

পাকিস্তান বোর্ডের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘করাচিতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে সোমবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে শাহিন আফ্রিদি। এর মধ্য দিয়ে যেমন শাহিনের সর্বোচ্চ যত্ন নেওয়া যাবে, তেমনি মেডিকেল স্টাফরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে এবং তার ফেরার প্রক্রিয়া মসৃণ করে তোলায় সহায়তা করতে পারবে।’

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী ফেব্রুয়ারি মাসে পিএসএল দিয়ে মাঠে ফিরবেন আফ্রিদি। সেক্ষেত্রে তারকা এই পেসারকে ছাড়াই পুরো বিপিএল মৌসুম খেলতে হবে কুমিল্লাকে। যদিও কুমিল্লার ম্যানেজমেন্ট থেকে এখনো কিছু জানা যায়নি এই ব্যাপারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...