ডিসেম্বর ২৩, ২০২৪

বুধবার সন্ধ্যায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানদের রংপুর রাইডার্স বনাম তামিম ইকবালদের ফরচুন বরিশাল।

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে এদিন বিকেলে দল পাল্টে মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেন সাকিব।

বিকেল সাড়ে ৩টায় অনলাইনে ঢাকা লিগের দল বদলের আনুষ্ঠানিকতা সারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সিসিডিএম সম্পাদক আলী হোসেন, সাকিব ছাড়া আর কোনো বড় তারকা আজ বুধবার দলবদলের প্রথম দিন অংশ নেননি।

ধারণা করা হচ্ছে, সশরীরে উপস্থিত হয়ে বা অনলাইনে আগামীকাল বৃহস্পতিবার শেষ দিনে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলে অংশ নেবেন তারকারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...