জানুয়ারি ২২, ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীদের ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সুযোগ ছিল। তবে এই সময়ের মধ্যে শুধুমাত্র মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র দাখিল করেন। আজ (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন জমাদানকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তাকে যোগ্য বলে বিবেচিত করেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ১৬ অক্টোবর ডিএসইর ১০৭৭তম বোর্ড সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।

জানা যায়, নির্বাচিত মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর যাবত পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি এই দীর্ঘ সময়ে বেশ কিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটারের দায়িত্ব পালন করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদী চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সফলতার সাথে শেষ করেন।

এদিকে বিএলআই সিকিউরিটিজ ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর সদস্যপদ লাভ করে। মিনহাজ মান্নান ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ব্রোকারেজ হাউজটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি টুমোরোল্যান্ড এবং গ্রীনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক।

এছাড়াও মিনহাজ মান্নান চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে আইনগত জটিলতার কারণে সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন ২০২০ সালে বাদ পড়েন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...