ডিসেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশ টেলিভিশনে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘নঈম সাহেবের কাণ্ডজ্ঞান’। মামুনুর রশীদের রচনায় এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, শামস সুমন, সুষমা সরকার, আহসান হাবিব নাসিম, সুজাত শিমুল, শুভাশিষ ভৌমিক, তমা, বিন্দু, রুহুল আমীন ও সৈয়দ মোশাররফ।

নাটকের গল্পে দেখা যাবে, নঈম উদ্দিন আহমেদ একজন অবসরপ্রাপ্ত চাকুরে। চাকরী জীবনে যা করেছেন এখনও তাই করে চলেছেন। কোথাও সামান্য অসঙ্গতি দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্কবিতর্ক, ঝগড়াঝাটি এবং দেনদরবারে লিপ্ত হন। এই অবস্থা থেকে তার নিকট আত্মীয়রাও রেহাই পান না। একমাত্র ছেলে নেহাল ছাড়া কেউ তার এই বাড়াবাড়ি মেনে নেয় না। যথারীতি তারাও বিরক্ত। একদিন বাজারে গিয়ে তিনি বাড়ি আসার পথ হারিয়ে ফেলেন। ছেলের বন্ধু তাকে বাড়ি নিয়ে আসে। তিনি স্মৃতিভ্রষ্টতায় আক্রান্ত। তবে অতীত স্মৃতি তিনি ভোলেন নি। শেষ পর্যন্ত বিষয়টি একটা বড় সমস্যার সৃষ্টি করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...