নভেম্বর ১৪, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন ড. এটিএম তারিকুজ্জামান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে বিএসইসি কমিশনার ড. এটিএম তারিকুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের আল্টিমেটাম দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে সম্পাদিত চুক্তির ৮ নং শর্তানুযায়ী তাকে তার পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিস প্রদান করা হলো। তিনি ২০২৪ সালের ১২ অক্টোবরের পর থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে বহাল থাকবেন না। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের গত ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার পদে যোগদান করেন। তার আগে গত ৮ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...