ডিসেম্বর ২৭, ২০২৪

বিএনপির আন্দোলন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে কোনো সমর্থন দেয়নি পশ্চিমা বিশ্ব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি জনগণের ওপর ভরসা না করে কাকের মতো পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরাইলের সাহস যোগাচ্ছ, তেমনিভাবে বিএনপিকেও সাহস জোগাচ্ছে। ইসরাইলি হামলার বিষয়ে নিশ্চুপ থাকার মাধ্যমে বর্বরতার পক্ষ নিয়েছে বিএনপি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারেন। তা গ্রহণ করবো কি না আমাদের ব্যাপার। বন্ধু রাষ্ট্র কে কি বললো তাতে কিছু যায় আসে না। দেশটা আমাদের। দেশের মানুষ যা চাইবে সে ভাবেই হবে।

নির্বাচনকালীন সরকার কি গতবারের মতো হবে নাকি কোনো পরিবর্তন দেখা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের কোনো প্রয়োজন বা বাধ্য বাধকতা নেই। এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচনকালীন সময়ে বর্তমান মন্ত্রিসভার পুরোটা থাকবে কি না, নাকি সেটি ছোট করবেন কিংবা বড় করবেন সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন সরকার গঠিত হবে বা হতে যাচ্ছে এ কথাগুলো আসলে সংবিধান সম্মত নয়। সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠনের কোনো বাধ্যবাধকতা নেই। এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...