ডিসেম্বর ২৩, ২০২৪

বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস বন্ধ না কর‌লে কীভা‌বে বন্ধ কর‌তে হয়, তা জানা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অগ্নিসন্ত্রাস ও নাশকতায় জড়িতদের প্রতিহত করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জা‌নি‌য়ে তিনি বলেছেন, যারা আগুন দেয়, তাদের ওই আগুনে ধরে ফেলতে হবে। হাত পুড়িয়ে দিতে হবে, তাহলে শিক্ষা হ‌বে।

শ‌নিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবা‌গে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।মেট্রো‌রেলের আগারগাঁও থেকে ম‌তি‌ঝিল অং‌শে ট্রেন চলাচলের উদ্বোধন এবং এমআর‌টি লাইন-৫ এর ‌নির্মাণকা‌জের উদ্বোধন উপল‌ক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

জনগণ আবারও আগামীতে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দে‌বে ব‌লে সমাবেশে প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বাবার ম‌তো জীব‌নের মায়া ত‌্যাগ ক‌রে সোনার বাংলা গড়‌তে কাজ ক‌রছেন, জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লেছে‌ন, তার কা‌ছে ক্ষমতা মা‌নে জনগ‌ণের সেবা করা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...