নভেম্বর ২৪, ২০২৪

বিএনপির উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নাশকতা বাদ দিয়ে জনসমর্থন যাচাইয়ের জন্য বিএনপির জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা উচিত। দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব দল নির্বাচনে আসতে শুরু করেছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) জুমার নামাজ শেষে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের কথা চিন্তা করে লাভ নেই। দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। বিদেশিরা খামাখা অনেক সময় বিরক্ত করে। ভালো উপদেশ দিলে সেটা নেয়া হবে, কিন্তু যদি খড়গ হয়ে যায়, তাহলে আমরা প্রতিরোধ করতে জানি।

তিনি বলেন, আমেরিকা বাস্তববাদী দেশ। একাত্তরেও তারা আমাদের সঙ্গে ছিল না, কিন্তু যখনই দেশ গঠন হয়েছে, তখন জাতিসংঘে সদস্য পদের জন্য তারা আমাদের ১৫ বার সমর্থন করেছে। এবারও সরকার গঠনের পর তারা আমাদের সমর্থন করবে।

এ সময় পররাষ্ট্র সচিবের ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার ছোটোখাটো সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...