জানুয়ারি ৮, ২০২৫

রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় ১ নম্বর গোল চত্ত্বরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল বাশার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একটি বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা যায়। এরপর দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি রাস্তার এক পাশে নিয়ে যায়। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...